জয়পুরহাটের আক্কেলপুরে আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি উপজেলার গোপিনাথপু...
ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে অভিযুক্ত আরিফ হোসেন প্রতিবেশী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সী শিশুকে কুড়ি টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্বের জঙ্গলে ডেকে নিয়ে মুখ চেপে ধরে জোড় পূর্বক বলৎকার করে। ওই শিশুটি বাড়িতে ফিরে কান্না করার এক পর্যায়ে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। পরে পরিবারের লোকজন ভুক্তভোগী শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এঘটনায় রবিবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করলে রাতেই থানা পুলিশ আরিফ হোসেন (১৪) কে থানা হেফাজতে নেয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত কিশোর আরিফ হোসেনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনি পক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে’।
মওদুদ আহমেদ/আক্কেলপুর
কোন মন্তব্য নেই