জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে গাছের নীচে চাপা পড়ে এক শিশু নিহত ও অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। নিহত মোস্ত...
নিহত মোস্তাফিজুর রহমান মারুফ (১০) ও আহত মোছাদ্দেক হোসেন (৫) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের আবু ছায়েনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।
পুলিশ ও নিহতের পরিবার জানান, আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়হার গ্রামের ওই দুই শিশু সহোদর ভাই ছাগল নিয়ে মাঠে যাচ্ছিল। এ সময় মাঠের মধ্যে গাছ কাটছিলেন শ্রমিকরা। গাছের নিচ দিয়ে পার হওয়ার সময় আকস্মিকভাবে দুই ভাইয়ের ওপর গাছ পড়লে তারা গুরুতর আহত হয়।
স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে পাঁচবিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান মারুফ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর ভাই মোছাদ্দেক হোসেনের অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনেই পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
হারুনুর রশীদ।
কোন মন্তব্য নেই