সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক-অস্ত্র চোরাচালান বন্ধসহ নানা বিষয় নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (...
মঙ্গলবার দুপুরের দিকে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের আমন্ত্রণে বিজিবির একটি প্রতিনিধি দল ভারত অভ্যন্তরে পৌঁছে। এ সময় বিএসএফ নর্থ বেঙ্গলের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয়ার নেতৃত্বে একটি দল তাদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
বৈঠকে বিজিবির পক্ষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার মোহাম্মদ গোলাম মহিউদ্দিন ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ভারত নর্থ বেঙ্গলের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয়া, ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী, রায়গঞ্জের সেক্টর কমান্ডার ডিআইজি এসএ শ্রী ভাস্তোভা, রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি শ্রী বাস্তব, বিএসএফ ৬১ পতিরামের কমান্ডিং অফিসার (সিও) ভালেন্দু ত্রিভেদুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল খন্দকার মোহাম্মদ গোলাম মহিউদ্দিন জানান, সীমান্তে চোরাচালান, অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে দুই বাহিনী পরস্পর সুসম্পর্ক বজায় রেখে কাজ করার অঙ্গীকার করে এবং বিজয় দিবস উপলক্ষে দুই বাহিনীর মাঝে সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।
কোন মন্তব্য নেই