প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর চোখের সেবা নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সাব সেন্টারের উদ্বোধন করা হয়েছে...
বৃহস্পতিবার বিকেলে কালাই সদর রোডে গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মাইনুল ইসলাম এর সভাপতিত্বে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়া এর সাব সেন্টারের উদ্বোধন করেন পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস মেরি।
গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়া এর ডাইরেক্টর ডাঃ এ এইচ এম রেজাউনন্নবী মন্ডল, শাখা ব্যবস্থাপক মিরাজুর রহমান , ডাঃ হুমায়ন কবির, ডাঃ কামরান হাসান, প্রশাসনিক আরিফুল ইসলাম ও শফিউল আলম, নার্সিং সুপারভাইজার সাহেলি সুলতানা আখি প্রমুখ।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই