Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ক্ষেতলালে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

ভাইকে দাওয়াত দিয়ে সময় মতো না খাওয়াতে পেরে স্বামীর সাথে ঝগড়া বিবাদের এক পর্যায় স্বামী রুবেল তার স্ত্রী খাতিজা (২২) এর উপর শারীরিক নির্যাতন কর...

ভাইকে দাওয়াত দিয়ে সময় মতো না খাওয়াতে পেরে স্বামীর সাথে ঝগড়া বিবাদের এক পর্যায় স্বামী রুবেল তার স্ত্রী খাতিজা (২২) এর উপর শারীরিক নির্যাতন করায় অভিমান করে তিন দিন না খেয়ে থাকার পর অবশেষে মঙ্গলবার সকাল ১০ টায় ওই গৃহবধু মৃত্যুর হয়েছে। গৃহবধুর রহস্য জনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইর দিঘীপাড়া গ্রামে ঘটেছে।

জানা গেছে, পাঁচবিবি উপজেলার চানপাড়া নয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে খাতিজার সাথে প্রায় ৬-৭ বছর পূর্বে ক্ষেতলাল উপজেলার রোয়াইর গ্রামের আলী অাকবরের ছেলে রুবেলের সাথে বিয়ে হয়। রুবেল কালাই উপজেলা সদরের এক টেইলার্সে দর্জি শ্রমিক হিসেবে কাজ করে। সে প্রতিদিন গভীর রাত করে বাড়ী ফেরার কারনে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এই নিয়ে উভয় পক্ষে অভিভাবকদের নিয়ে একাধিক বার শালিশ বৈঠকের পর রুবেলের চাচা হাসেমের বাড়ীতে গত দুই বছর যাবত স্বামী-স্ত্রী বসবাস করে। সেখানে গত রোববার খাতিজার ভাই ভাবিকে দাওয়াত দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বিবাদের এক পর্যায় খাতিজার ভাই ভাবির সামনে স্বামী রুবেল তার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালায়। এমন অপমান সইতে না পেরে  অভিমান করে গত রোববার রাত থেকে একটানা অনাহারে থাকার পর অবশেষে আজ মঙ্গলবার সকালে খাতিজার মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, গৃহবধুর স্বামী পলাতক রয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আমানুল্লাহ আমান।


কোন মন্তব্য নেই

Ads Place