জয়পুরহাটে নির্বাচনী প্রচারণা শেষে ইন্জিন চালিত অবৈধ যানবাহন নসিমন ভটভটি করে বাড়ি ফেরার পথে উল্টে গিয়ে আরাফাত হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত...
শনিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার নিশ্চিন্তা চাঁনপাড়া সড়কের বাঁকিলা এলাকায় নসিমন ভটভটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন আমদই ইউনিয়ন পরিষদের এক মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রচারণা শেষে নসিমন ভটিভটি যোগে বাড়ি ফিরছিলেন কিশোর আরাফাত হোসেন। নিশ্চিন্তা চাঁনপাড়া সড়কের বাঁকিলা এলাকায় নসিমন ভটভটি'র চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত কিশোর আরাফাতকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো: চঞ্চল বাবু।
কোন মন্তব্য নেই