জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম কর্মী ও তরুণদের সাথে মতবিনিময় সভা। সোমবার দুপুরে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে ব্র্যাকের সামাজিক ক্ষ...
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মোছা. মুর্শিদা খাতুন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. কায়েম উদ্দিন।
এছাড়াও মতবিনিময় সভায় অংশ নেন- জিটিভি'র জয়পুরহাট জেলা প্রতিনিধি খ,ম আব্দুর রহমান রনি, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ, দৈনিক জনকণ্ঠের জয়পুরহাট প্রতিনিধি তপন কুমার খাঁ, সময় টিভির স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তর এর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক আজকের পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি আতাউর রহমান, মাই টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার, জাগরণী টিভির জেলা প্রতিনিধি শীতল কুমার, দৈনিক মায়ের আঁচলের স্টাফ রিপোর্টার মোফাজ্জল হোসেন বাবু প্রমুখ।
মতবিনিময় সভায় ১৫ -৩০ বছর বয়সী নারীর স্বাস্থ্য, যৌন ও প্রজনন সমস্যা বিষয়ে আলোকপাত করা হয়। এ সময় তুলে ধরা হয় কিশোর কিশোরীদের যৌন এবং বয়সন্ধিকালের উদ্ভূত সমস্যাগুলো। যেগুলো এদেশের অধিকাংশ পিতা-মাতারা তাদের সন্তানদের সাথে আলোকপাত করেন না। ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হন এবং নানা সমস্যার সম্মুখীন হন। এসব মানসিকতা থেকে এখনই আমাদের বেরিয়ে আসতে হবে। সেই সাথে এই বিষয়গুলো সমাজের সকল শ্রেণি পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে মতামত ব্যক্ত করেন আলোচকরা।
এ সময় স্বাস্থ্য সেবায় নাগরিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়। পাশাপাশি সেক্স ও জেন্ডার, নারী পুরুষের কাজের বিশ্লেষণ, জেন্ডারভ‚ মিকা, জেন্ডার বৈষম্য, জেন্ডার চাহিদা, পুরুষতন্ত্র, জেন্ডার সমতা, জেন্ডার সাম্য, জেন্ডার সংবেদনশীলতা বিষয় গুলি নিয়েও মতামত ব্যক্ত করেন আলোচকরা।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই