জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউপির কড়িয়া এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২০) নামে ...
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউপির কড়িয়া এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালক উপজেলার কড়িয়া এলাকার লিটন হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আলাউল হক বলেন, সন্ধ্যার দিকে ওই অটোভ্যান চালক বাড়ি ফিরে তার ব্যাটারিচালিত অটোভ্যান চার্জে দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এরপর জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
আল কারিয়া চৌধুরী।
কোন মন্তব্য নেই