Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে চেয়ারম্যানসহ ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার একই ইউপিতে ১৩ পদের ৭টিতে...


তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার একই ইউপিতে ১৩ পদের ৭টিতেই সাতজন প্রার্থী এবং আরেক ইউপিতে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, তিনজন সাধারণ সদস্য ও অন্য চারজন সংরক্ষিত মহিলা পদের প্রার্থী। 


শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে কালাই উপজেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- পুনট ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কুদ্দুস ফকির, ওই ইউনিয়নের ৩, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আফজাল হোসেন, আবু সাঈদ সরদার ও বিনসের আলী মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য এক নম্বরে আম্বিয়া বিবি, দুই নম্বরে মারুফা ইয়াসমিন ও তিন নম্বরে রেজিয়া বিবি।  জিন্দারপুর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী হলেন ফারজানা খাতুন। তিনি ওই ইউনিয়নের তিন নম্বর সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ছিলেন। 


কালাই উপজেলার মাত্রাই ও পুনট ইউনিয়নের রিটার্নিং কর্মকতা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম  বলেন, পুনট ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল কুদ্দুস ফকির একক প্রার্থী ছিলেন। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তাছাড়া একই ইউনিয়নের সাধারণ সদস্য পদে তিনজন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে তিনজনসহ মোট ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


কালাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, জিন্দারপুর ইউনিয়নের তিন নম্বর সংরক্ষিত সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর উপজেলার পাঁচ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


চম্পক কুমার।

কোন মন্তব্য নেই

Ads Place