দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার গণনা না করেই এক প্রার্থীতে মেম্বার বিজয়ী ঘোষণার ...
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার গণনা না করেই এক প্রার্থীতে মেম্বার বিজয়ী ঘোষণার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে।
আজ শুক্রবার বেলা ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বি মেম্বার পদপ্রার্থী হুমায়ুন কবির।
প্রার্থী হুমায়ুন কবির অভিযোগ করেন, উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কলন্দপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান ভোট গ্রহণ শেষে সমস্ত ব্যালট পেপার প্রাপ্ত ভোট গণনা না করেই সকল প্রার্থীদের পোলিং এজেন্টদের কাছ থেকে গণনার আগেই জোরপূর্বক ফলাফল সিটে স্বাক্ষর করিয়ে নেন এবং নাজমুল হোসেন নামের অন্য এক প্রার্থীকে ইউপি সদস্য হিসেবে বিজয়ী ঘোষনা করেন।
পোলিং এজেন্টরা ফলাফল সিটে স্বাক্ষর দিতে না চাইলে তাদেরকে বিভিন্ন রকমের হুমকিধামকি দেয়া হয় বলে অভিযোগ তার। এঘটনার সুষ্ঠুৃ তদন্ত করে পুনরায় ব্যালট পেপার গননার দাবি জানান তিনি।
এসময় ওই ভেট কেন্দ্রে দায়িত্ব পালন করা পোলিং এজেন্ট আকলিমা বেগম, সেতা মনি, রবিউল ইসলাম, রাহাত হোসেনসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই