Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ক্ষেতলালে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের ৭টি মোটরসাইকেল ভাঙচুর

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুরে ইউপি নির্বাচনে প্রচারকালে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সাতটি মোটরস...


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুরে ইউপি নির্বাচনে প্রচারকালে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


রোববার রাতে একই ইউনিয়নের মহব্বতপুর গ্রামের সাখিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আওয়ামী লীগ প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন বিদ্রোহী প্রার্থী আবদুর রশিদ মণ্ডল বকুল ও তার কর্মীরা। তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার কর্মী-সমর্থকদের নিয়ে আনারস প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে রাতে যে যার বাড়ি ফিরছিলেন। পথে মহব্বতপুর গ্রামের সাখিদার পাড়া এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামিমের কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এ সময় বিদ্রোহী প্রার্থীর কর্মীরা প্রাণভয়ে পালিয়ে গেলে লোহার রড় ও ভারী হাতুড়ি দিয়ে তাদের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে সেগুলো একটি পুকুরে ফেলে দেওয়া হয়।


অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান শামিম জানান, তার কর্মীদের আটকে রেখে এ ঘটনা বিদ্রোহী প্রার্থীর কর্মীরাই ঘটিয়েছেন।


ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রাশেদুজ্জামান।

কোন মন্তব্য নেই

Ads Place