জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌরসভার মালীপাড়া মহল্লা...
জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌরসভার মালীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাসান মন্ডল (২৫)। তিনি ওই মহল্লার আইজুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, হাসান নিজ বাড়িতে হোমিওপ্যাথিক ওষুধ রাখার কাঁচের শিশি তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে তিনি গুরুতর আহত হন।
এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই