করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সৃষ্ট সংকট মোকাবেলার অংশ হিসেবে কালাই পৌরসভার কোমলমতি শিশুদের জন্য “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” প...
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সৃষ্ট সংকট মোকাবেলার অংশ হিসেবে কালাই পৌরসভার কোমলমতি শিশুদের জন্য “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” প্যাকেট শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে কালাই পৌরসভা চত্বরে পৌরসভার নয়টি ওর্য়াডের কোমলমতি শিশু পরিবারের মাঝে এসব খাদ্য বিতরণ করেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল। খাদ্য প্যাকেটে রয়েছে চিনি, সুজি, তেল, মসুরডাল ও নুডলস।
পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল জানান, এই মহা দূর্যোগের মধ্যেও সকল শ্রেণী পেশার মানুষের সুরক্ষাসহ ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে এবার দেশের কর্মহীন ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য শিশু বান্ধব খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা পৌরসভার নয়টি ওয়ার্ডের গরীব ও অসহায় পরিবারের মাঝে শিশু বান্ধব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ডিএম সাদাকাতুল বারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতী বেগম, কাউন্সিলর রেজাউল করিম মন্ডল, সিরাজুল ইসলাম তালুকদার, তৌফিকুল ইসলাম তৌহিদ, জিয়াউল হক জিয়া, আবু কালাম মীর, উদীয়মান তরুণ প্রজন্মের নেতা আসাদুজ্জামান নয়ন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান, উচ্চমান সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই