Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বিশ্ব বাবা দিবসে"বাবা আমার বাবা" শিরোনামে আসছে একটি হৃদয়ছোঁয়া গান

বাবা সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়া, বাবা শ্বাশত চির আপন, চিরন্তন, বাবা শব্দের যত আবেগ ভালোবাসা শ্রদ্ধা ও বাবা হারানোর কষ্ট আর স্মৃতি নি...



বাবা সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়া, বাবা শ্বাশত চির আপন, চিরন্তন, বাবা শব্দের যত আবেগ ভালোবাসা শ্রদ্ধা ও বাবা হারানোর কষ্ট আর স্মৃতি নিয়ে উদীয়মান গীতিকার সাংবাদিক মিজানুর রহমানের অসাধারণ কথা মালায় নিরব মিডিয়ার ব্যানারে আগামী ২০ জুন রবিবার বিশ্ব বাবা দিবস -২০২১ উপলক্ষে আসছে" বাবা আমার বাবা" শিরোনামের গানটি। গানটির সুর করেছেন এইচএম মাসুদুল ইসলাম আর কণ্ঠ দিয়েছেন উত্তরবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুম তালুকদার। মিউজিক কম্পোজার প্রবাল বর্মন ও এমজে জুয়েল।


সুরকার এইচএম মাসুদুল ইসলাম বলেন, "গানের কথাগুলো অসাধারণ, হৃদয় ছোঁয়া,মনমুগ্ধকর, সুর সংযোজনে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি, আশা করি সকল শ্রেণীর দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে" কন্ঠ শিল্পী মাসুম তালুকদার বলেন, "গানের কথা ও সুর অসাধারণ। আশা করি গানটি আমার গায়কীতে  বিগত দিনের মতো শ্রোতারা নিরাশ হবেন না"  বিশ্ব বাবা দিবস -২০২১ উপলক্ষে গানটি প্রকাশিত হবে আগামীকাল ২০জুন রবিবার বিকেল পাঁচটায় বাংলার কথা ও সুর ইউটিউব চ্যানেলে।


মিজানুর রহমান/ডেইলি জয়পুরহাট


কোন মন্তব্য নেই

Ads Place