বাবা সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়া, বাবা শ্বাশত চির আপন, চিরন্তন, বাবা শব্দের যত আবেগ ভালোবাসা শ্রদ্ধা ও বাবা হারানোর কষ্ট আর স্মৃতি নি...
বাবা সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়া, বাবা শ্বাশত চির আপন, চিরন্তন, বাবা শব্দের যত আবেগ ভালোবাসা শ্রদ্ধা ও বাবা হারানোর কষ্ট আর স্মৃতি নিয়ে উদীয়মান গীতিকার সাংবাদিক মিজানুর রহমানের অসাধারণ কথা মালায় নিরব মিডিয়ার ব্যানারে আগামী ২০ জুন রবিবার বিশ্ব বাবা দিবস -২০২১ উপলক্ষে আসছে" বাবা আমার বাবা" শিরোনামের গানটি। গানটির সুর করেছেন এইচএম মাসুদুল ইসলাম আর কণ্ঠ দিয়েছেন উত্তরবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুম তালুকদার। মিউজিক কম্পোজার প্রবাল বর্মন ও এমজে জুয়েল।
সুরকার এইচএম মাসুদুল ইসলাম বলেন, "গানের কথাগুলো অসাধারণ, হৃদয় ছোঁয়া,মনমুগ্ধকর, সুর সংযোজনে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি, আশা করি সকল শ্রেণীর দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে" কন্ঠ শিল্পী মাসুম তালুকদার বলেন, "গানের কথা ও সুর অসাধারণ। আশা করি গানটি আমার গায়কীতে বিগত দিনের মতো শ্রোতারা নিরাশ হবেন না" বিশ্ব বাবা দিবস -২০২১ উপলক্ষে গানটি প্রকাশিত হবে আগামীকাল ২০জুন রবিবার বিকেল পাঁচটায় বাংলার কথা ও সুর ইউটিউব চ্যানেলে।
মিজানুর রহমান/ডেইলি জয়পুরহাট


কোন মন্তব্য নেই