জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার কালাই সরকারি মহিলা কলেজ চত্বরে, উপজেলা প...
জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার কালাই সরকারি মহিলা কলেজ চত্বরে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব প্রামানিক, ভেটেনারি সার্জন নুরুজ্জামান, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক প্রমুখ।
প্রদর্শনীতে কালাই উপজেলার বিভিন্ন এলাকার ডেইরি, পোল্ট্রি মালিকরা অংশ গ্রহণ করেন। প্রদর্শনীর ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল ও কবুতর প্রদর্শন করা হয়।
পরে বিকেল ৫টার দিকে প্রদর্শনীর সমাপনীর আগে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় ছাগলের ক্যাটাগরিতে প্রথম এবং তৃতীয় স্থান অধিকার করেন কালাই পৌরসভার প্রাণিসম্পদ উদ্যোক্তা চঞ্চল গোট ফার্মের সত্ত্বাধিকারী মোছাদ্দেকুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব প্রামানিক জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উন্নত প্রজাতির পশু ও পাখি পালনের সুফল জনগণের মাঝে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে, মানুষ উন্নত প্রজাতির পশু ও পাখি পালনে উদ্বুদ্ধ হবেন বলে তিনি বিশ্বাসী।
মো.আতাউর রহমান/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই