গত নভেম্বর মাসে উত্তর-পশ্চিম রিজিয়নের ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫ কোটি টাকার অধিক মাদক, অস্...
গত নভেম্বর মাসে উত্তর-পশ্চিম রিজিয়নের ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫ কোটি টাকার অধিক মাদক, অস্ত্র ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কার্যালয়ে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন (বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান লিখিত বক্তব্যে এসব তথ্য উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার এবং দিনাজপুর সদর ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তামিম হাসান খানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, গত নভেম্বর মাসে রংপুর রিজিয়নে বিজিবির বিভিন্ন অভিযানে ৯৬৬ বোতল ফেন্সিডিল, ১ হাজার বোতল বিদেশি মদ, ৩ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ২২৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪৮ জন আসামিকে আটক করা হয়েছে।
মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।
অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৩টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি এবং ২.৩০ কেজি গানপাউডার জব্দ করা হয়েছে।
চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজসহ বিপুল পরিমাণ পণ্য, ২৫টি মোটরসাইকেল, ইজি বাইক, নৌকা ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২৫টি গরু, ১৩টি মহিষ ও ২টি ছাগল আটক করা হয়।
তিনি আরও জানান, রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন করা হয়েছে, যা সীমান্ত নজরদারি আরও বৃদ্ধি করেছে।
গত নভেম্বর মাসে বিজিবি–বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিরল সীমান্ত এলাকায় ৩০০টি কম্বল, ১ হাজার শিশু শীতবস্ত্র বিতরণ ও ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই মাসে সীমান্ত এলাকায় ২ হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরও জানান, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, মানবপাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আগামী দিনগুলোতেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই