রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে সোহেল রানা (২৮) নামের এক ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. হাফিজুর রহমান (৫৫) ...
রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে সোহেল রানা (২৮) নামের এক ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. হাফিজুর রহমান (৫৫) কে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৭ ডিসেম্বর) রাত ১২টা ১০ মিনিটে র্যাব-১৩ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে
র্যাব জানায়, এজাহার সূত্রে জানা যায় ২০২৫ সালের ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে হাফিজুর রহমান ও তার সহযোগীরা সোহেল রানাকে মোটরসাইকেল চোর সন্দেহে আটক করার পরিকল্পনা করে। তারা জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে অজ্ঞাতনামা একটি চা দোকানের সামনে নিয়ে যায়। সেখানে সোহেলের হাত-পা রশি দিয়ে বেঁধে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং হাঁটুর নিচে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণের দাবিতে তিনটি অলিখিত সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর তাকে ফিরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে ২৯ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে মারা যান।
ঘটনার পরদিন ভিকটিমের পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন (মামলা নং ৫৯, ধারা ৩৬৪/৩৮৭/৩০২/৩৪)।
হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। এরপর থেকে আসামিরা কৌশলে আত্মগোপনে চলে যায়। র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে আসামি শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করে।
৭ ডিসেম্বর রাত ১২টা ১০ মিনিটে র্যাব-১৩, রংপুর সদর কোম্পানি এবং র্যাব-৪, মিরপুর ক্যাম্পের যৌথ টিম ঢাকার পল্লবী থানাধীন মাটিকাটা রোডের সিরাজ আমেনা অটোমোবাইল সলিউশন এর সামনে অভিযান চালিয়ে প্রধান আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই