রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খালেকুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প...
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খালেকুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি অবশেষে র্যাবের যৌথ অভিযানে ঢাকার কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম খালেকুজ্জামান ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ৩১ অক্টোবর সকাল ৭টার দিকে ভিকটিমের দাদির কবরের মাটি সরানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লাঠি ও লোহার রড দিয়ে খালেকুজ্জামানের মাথায় আঘাত করে গুরুতর আহত করে।
আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১ নভেম্বর সকাল ৭টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১, জিআর নং-১৩৫/২০২৫)।
হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনার পর থেকে আসামিরা চতুরতার সাথে আত্মগোপনে ছিল। তাদের গ্রেফতারের জন্য র্যাব ১৩ ও র্যাব ১০ যৌথ অভিযান শুরু করে।
এরই অংশ হিসেবে ৬ ডিসেম্বর দুপুর ১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১৩, সদর কোম্পানি রংপুর ও র্যাব ১০, সিপিএসসি কেরাণীগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে ২ নম্বর আসামি লেবু মিয়া (৪০) কে কেরাণীগঞ্জ মডেল থানার কোনাখোলা দেয়াসুর মহুয়া নার্সারী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, সহিংসতা প্রতিরোধে তাদের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই