নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো দিনাজপুরের হাকিমপুর (...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ বক্স। টহলরত পুলিশ সদস্যরা যানবাহনে তল্লাশি চালাচ্ছেন এবং সন্দেহজনক কার্যকলাপ নজরে রাখছেন।
এ সময় উপজেলার হিলি স্থলবন্দর এলাকা, হাকিমপুর পৌর এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল জোরদার করা হয়। এতে করে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, আমরা উপজেলার সর্বত্র টহল জোরদার করেছি। জনমনে আতঙ্ক না ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা তৎপর আছি।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই