দিনাজপুর-৬ আসনজুড়ে (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ...
দিনাজপুর-৬ আসনজুড়ে (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে গঠিত হয়েছে বৃহৎ আকারের ফ্রি মেডিকেল টিম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১২০ জন অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক এ সেবায় অংশ নিচ্ছেন, যা এ অঞ্চলের মানুষের জন্য এক বিশাল মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়াচ্ছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চার উপজেলায় একযোগে চলছে বিনামূল্যের এই চিকিৎসা কার্যক্রম। এতে চোখ, নাক-কান-গলা, গাইনী, হৃদরোগ, চর্ম, মেডিসিন, হাড়–জোড়া, শিশু রোগসহ বিভিন্ন শাখার বিশেষজ্ঞরা চিকিৎসা দিচ্ছেন। বহু মানুষ দূরদূরান্ত থেকে ভিড় করছেন শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেতে।
এ উদ্যোগ বিশেষভাবে উপকৃত করছে অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষদের, যারা সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া বা ওষুধ কেনার সামর্থ্য রাখেন না।
চার উপজেলার বিভিন্ন মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল।
এছাড়াও উপস্থিত ছিলেন চার উপজেলার বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। তাদের উপস্থিতিতে মেডিকেল ক্যাম্পগুলো উৎসবমুখর পরিবেশে পরিণত হয়, রোগীদের ভিড়ে ছিল উপচেপড়া ব্যবস্থা।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা ইতিমধ্যেই অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ফ্রি চিকিৎসাসেবা প্রদান শুরু করেছি, এবং আজ দিনাজপুর-৬ আসনের চার উপজেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিকেল টিম বসিয়েছি। তারা সারাদিন চিকিৎসা দেবেন এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করবেন। এ ধরনের সেবামূলক উদ্যোগ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
তার এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই বলছেন, এ ধরনের চিকিৎসাসেবা নিয়মিত হলে এলাকার অসংখ্য মানুষ উপকৃত হবে। চার উপজেলায় একই দিনে এত বড় পরিসরে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা এটি দিনাজপুর-৬ আসনে বিরল উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। এমন মানবিক পদক্ষেপ এলাকায় ইতিমধ্যেই নতুন আশার সঞ্চার করেছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই